আচ্ছা hamster Kombat Airdrop payment কিসের উপর দেবে কেউ বলতে পারবেন। কেউ বলছে প্রতি ঘন্টায় প্রফিটের উপর ভিত্তি করে দেবে আবার কেউ বলছে টোটাল ব্যালেন্সের উপর ভিত্তি করে দেবে। আমি মূলত দ্বিধা দ্বন্দ্বের উপর রয়েছি কি হবে যদি প্রফিটের উপর ভিত্তি করে দেয় তাহলে আমার প্রফিটের উপর খুব একটা বেশি এমাউন্ট নেই আবার টোটাল এমাউন্টের উপর দেবে কিনা এটা নিয়েও বিস্তারিত কোন এনাউন্সমেন্ট পেলাম না। কেউ যদি কোন কিছু জেনে থাকেন তাহলে এখানে রিপ্লাই দিয়ে আমার সমস্যাটা সমাধান করলে খুব উপকার পেতাম।
বিভিন্ন ইউটিউব তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও লিংক এর কমেন্টে শত শত রিপ্লে এসেছে যেখানে বলা হয়েছে প্রফিট পার আওয়ার এ পেমেন্ট করবে। এবং অনেক আরো খুঁটিনাটি আনুষঙ্গিক বিষয়ে তারা পেমেন্ট করে থাকবে। সে ক্ষেত্রে যারা ঠিকভাবে ফলো করে নাই তাদের ক্ষেত্রে খুব সম্ভবত