আলহামদুলিল্লাহ্ আমি আজকে
Jr-Member হয়েছি। যদিও এটা খুবই ছোটখাটো একটা অর্জন মনে হতে পারে অন্যদের কাছে কিন্তু আমার কাছে এটা খুবই বড় একটি অর্জন। আমি ফোরামে আসার পর অনেক পরেছি ফোরাম সম্পর্কে এবং মোটামোটি অনেক কিছু শিখতেছি। আমি অনেক আগেই মেরিট পেয়েছিলাম কিছু কিন্তু Jr-Member রেংক স্পর্শ করতে পারিনি কারন আমার একটিভিটি ছিলো কম এর জন্য আমি Je-Member এর মাইল ফলক স্পর্শ করতে পারিনি। ১৪দিন পরে পরে পোস্টের একটিভিটি ইনক্রেজ হয় এর জন্য৷ আজকে আমার একটিভিটি বেড়েছে এবং Jr-Member হয়েছি। আমার খুবই ভালো লাগছে যে এখন থেকে আমি ফটো লিংক ব্যবহার করলে আমার ফটো দেখা যাবে ফোরামে। আমার অনুভূতি খুবই ভালো আজকে। আপনারা যারা বড় রেংক এর একাউন্টের মালিক তারা সাহায্য করবেন আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমি সামনে আরো ভালো করতে পারবো।
এবং আমি এটা ভেবেও খুশি হয়েছি যে আর মাত্র একটা মেরিট পেলেই আমি
Member রেংক অর্জন করতে পারবো। আশা করি আমি আমার নিজের মেধা দিয়েই সামনে আরো এগিয়ে যাবো। আমার জন্য দোয়া রাখবেন সবাই। বাংলা থ্রেডের সবার জন্য দোয়া রাখি সকলে ভালো থাকবেন এবং সামনে ভালো কিছু করবেন৷ আপনাদের পিছন পিছন চুপি চুপি আমিও আসতেছি ভাইয়েরা।
আমার অনেক খারাপ লেগেছিল যখন Crypto Library ভাইকে Binance এর Megadrop কিভাবে করতে হবে এটা বুঝিয়ে দেবার সময় ফটো লিংক ব্যবহার করেছিলাম কিন্তু সেটা ফটো আকারে শো করে নি আমি নতুন মেম্বার হওয়ার কারনে এবং icopree এর 🍕 Bitcoin Pizza Day on Bitcointalk এই কন্টেস্টে অংশ গ্রহন করেও আমি আমার বিটকয়েন পিজ্জার লিংক দিতে পেরেছি কিন্তু ছবি শো করে নি তখন খারাপ লাগছিলো অনেক BC.GAME এর িএকটা পোস্টে একটা সংশোধন মুলক পোস্ট রিপ্লাই দিয়েছিলাম কিন্তু ফটো শো করেনি। যাই হোক এখন অপেক্ষার পালা শেষ আমি এখন ফটো লিংক দিলে সেটা দেখা যাবে।

Wonder Work