কোকাকোলার নতুন একটি এড এর জন্য বর্তমানে বাংলাদেশে কোকাকোলার বিরুদ্ধে ঝড় বইছে. ফিলিস্তিনে ইজরাইলের হামলার প্রতিবাদে সারা বিশ্বসহ বাংলাদেশও কোকাকোলা বয়কট করছেন সাধারণ জনগণ. কিন্তু এরই মাঝে কোকাকোলা বাংলাদেশ একটি বিজ্ঞাপন প্রকাশ করেন, যেটি বাংলাদেশি অভিনেতাদের দ্বারা করা হয়েছিল. এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ঝড় বইছে, এর কারণে কোকাকোলা বয়কটের পাশাপাশি সেই বিজ্ঞাপনটিতে কাজ করা অভিনেতা আশরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা এবং আব্দুল আল সিন্টু অভিনয় জগত থেকে বয়কটের হুমকির মুখে পড়েছেন. এর জন্য সেই অভিনেতাদের নাটক গুলো বয়কটের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে. বিজ্ঞাপনটিতে বলা হয়েছিল ফিলিস্তিনিতেও নাকি কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে, মূলত এর জন্যও সাধারণ জনগণ আরো বেশি ক্ষিপ্ত হয়েছে.

আসলে এই ধরনের অভিনেতা গুলোকে ধরে কুত্তার মতো পিটানো উচিত. বিজ্ঞাপনটি করার পর তিনি যখন হুমকির মুখে পড়েন তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে ন্যাকামো করে ক্ষমা চাইছেন, তিনি বলেন তিনি কোন কিছু না বুঝে বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন. এ ধরনের অভিনেতাকে অভিনয় জগত থেকে বের করে দেয়া উচিত.
ভাই, যে যাই বলুক, আমরা প্রত্যেকেই কোকাকোলা কে বয়কট করব ইনশাআল্লাহ, শুধু কোকাকোলাই নয় বরং সমস্ত ইসরাইলি পণ্যকে আমরা বয়কট করব. এই ঈদটি যেন তাদের সম্পূর্ণ বয়কটের মধ্যে দিয়ে যায়.
বিব্রতকর তথ্য ও আনুষঙ্গিক কিছু ভুল বিশ্লেষণ এই অ্যাডভার্টিজমেন্ট মধ্যে উঠে এসেছে যার চির সেরা বিশ্লেষণ করলেন ডাক্তার পিনাকী। আমি নিচে ভিডিও লিংক দিয়ে দেব তবুও কিছু কথা না বলে নয়। বিশ্বের আরব লীগ মুসলমান দেশগুলো নিয়ে একটি জোট যেখানে গত ৩০ বছর অধিক সময় ধরে এই কোকাকোলা কে বয়কট করে আসছে অথচ এই অভিনেতারা ভুল তথ্যে বলা হয়েছে ১৩৮ বছর ধরে ১৯০ টিরও বেশি দেশে কোকাকোলা খায় এবং নাকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। ভাইরে ভাই কি চাটাম অভিনেতারা এ সকল ভুল তথ্য দিয়ে আমাদেরকে কোকাকোলার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে চাইছে। কোকাকোলা তো তখনই বয়কট করেছি যখন ক্রিশ্চিয়ানো রোনালদো কোকাকোলা সরিয়ে পানির বোতল রেখেছিল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু মানুষের যদি উদাহরণ নিয়ে আসি তাহলে এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কখনো বাদ দেওয়া যাবে না সেই ব্যক্তি যদি কোকাকোলা কে সরিয়ে পানির বোতল রাখতে পারে তাহলে আমরা কেন বয়কট করতে পারব না। তাছাড়া কোকাকোলা এমন একটি পণ্য যার স্বাস্থ্য গুণ নাই বললেই চলে বরং সমস্ত কিছুই ক্ষতিকর। তাই এই ক্ষতিকর জিনিস আমরা নিজেরা ব্যবহার করব না এবং আমাদের পরিবারকে ব্যবহার করতে দেব না। আমরা এই নাটকের অভিনেতাদের বয়কটের পাশাপাশি কোকাকোলা কে বয়কটের আন্দোলন গড়ে তুলবো। আপনারা যদি সঠিক তথ্য জানতে চান তাহলে ডাক্তার পিনাকী ভট্টাচার্যের ভিডিওটি এক পলক দেখে আসতে পারেন।