Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 15/06/2024, 06:51:43 UTC
বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।

Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন https://www.kucoin.com/pre-market/HMSTR

তারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।