Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 16/06/2024, 18:01:56 UTC
আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মোবারক! ঈদ মোবারক! বাংলা লোকালবোর্ডের সকল সদস্যদের ঈদুল আযহার শুভেচ্ছা। সকল মুসলিম জামানার সবচেয়ে আনন্দ দিনের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদুল আযহার দিন। আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা হয়তো পশু কুরবানী করবে,তবে  আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য নেই  কুরবানী করবে। আমরা যারা কুরবানী করব তারা যদি যার যার অবস্থান থেকে গরিব অসহায় এবং আশেপাশের যারা কুরবানী করতে পারেনি তাদের মাঝে কুরবানীর গোশত বিলিয়ে ঈদের আনন্দটা যেন ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহতালা যেন সবাইকে সঠিকভাবে কুরবানী করার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থতা প্রদান করুক। সবাইকে আবারও ঈদ মোবারক।