ভাই CertiK এর এয়ার ড্রপ কি এখনো চালু রয়েছে ?
আমি যদি করতে চাই তাহলে কি এখন করতে পারব বা করলে কোন ভাল প্রফিট আর্ন করা যাবে? আপনি না কে যেন এই ড্রপটি শেয়ার করেছিলেন এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম
হ্যা ভাই, আমিই শেয়ার করেছিলাম। আপনি চাইলে এখনো জয়েন করতে পারেন। তবে প্রফিট এর কথা যদি বলেন, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। অনেক ভালো ভালো প্রজেক্ট অনেক বেশি হাইপ ক্রিয়েট করে মূলা ধরিয়ে দিয়েছে। সুতরাং, প্রফিটের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কয়েকদিন আগে জিকে সিংক এর এয়ারড্রপ করা হয়েছে। এমন অনেকের হয়েছে যে তারা ৫-৬০০ ডলার খরচ করেও এলিজিবল হয় নাই। আবার পারাম গ্যামিং এর মতো প্রজেক্ট মাসের পর মাস কাজ করিয়ে ৬-৭ ডলার পরিমানে টোকেন দিয়েছে। সুতরাং, প্রফিট নিয়ে কিছু বলে হাইপ বাড়াতে চাই না।
সবাইকে ঈদের শুভেচ্ছা!
ঈদ মুবারাক!
কিন্তু সকাল সকাল বাংলাদেশ ক্রিকেট টিম কি শুরু করলো?