Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 18/06/2024, 17:37:54 UTC
সবাইকে ঈদ মোবারক, আশা করি সকলের ঈদ অনেক ভালো কাটছে বাবা মা ভাই বোন আত্নীয় পরিজন এবং সবার পরিবার নিয়ে ভালোই কাটছে ঈদ। এই ঈদের পেক্ষাপট নিয়ে ভাবলাম এবং চারপাশের অবস্থা দেখে বুঝলাম যে এই কোরবানির ঈদের "কোরবানি দেওয়ার বিষয়টা একটা ট্রেনিং হয়ে গেছে" পরিবারের রিং দেখেই দেখা যায় যেন তারা ঋণ করে কোরবানি দেয় ফেসবুকে এবং কিছু কিছু সোশ্যাল মিটিয়ে দেখে পোস্ট করে তারা কোরবানি করেছে আসলে এরা কিসের জন্য কোরবানি করেছেন জানিনা এটা কি রকম। আমরা কোরবানি করি আল্লাহর নামে আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা পারবো সেটা করব কিন্তু বর্তমানে দেখা যায় এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এটা নিয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাবেন।


Bitgate wallet token (BWB) সম্পর্কে কেউ কিছু জানেন। মোটামুটি একটা ভালো আমাউন্ট বিনিয়োগ করা ভাই।

Bitgate wallet token (BWB) বিটগেটের নির্দিষ্ট টোকেন হলো (BWB). আপনি যেহেতু বিনিয়োগ করতে চেয়েছেন সেহেতু আমি বলব এটাই রিক্স বেশি যদি আপনি টেম্পোরারি কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন। এর থেকে বেশি কিছু আমি বলতে পারলাম না এটা নিয়ে।