Bitgate wallet token (BWB) সম্পর্কে কেউ কিছু জানেন। মোটামুটি একটা ভালো আমাউন্ট বিনিয়োগ করা ভাই।
যেহেতু প্রশ্ন করেছেন, তাই বলি। বিটগেট ওয়ালেট ইউজারদেরকে প্রতি ১০০ ডলার সোয়াপের জন্য ১০ পয়েন্ট করে দেয়া শুরু করেছিলো আরো কয়েক মাস আগে। সেসময় আমি ১৭০০ ডলারের মতো সোয়াপ ভলিয়ম করে ১৭০ এর মতো পয়েন্ট পাই যেটা পরে ৪;১ রেশিও করে দেয় এবং আমি ৪২ টা BWB টোকেন এয়ারড্রপ পেয়েছি যেটা পরে বিটগেট এক্সচেন্জ এ ডিপোজিট করে দিয়েছি। তাছাড়াও, কিছুদিন আগে BWB এর লঞ্চপ্যাড এসেছিলো বিটগেট ওয়ালেটে এবং এর প্রি-সেল প্রাইস ছিলো 0.1 ডলার। আমি ৫০০ ডলার ষ্টেক করে মাত্র ৩২ ডলারের টোকেন এলোকেশন পেয়েছিলাম। বুঝতে পারলাম যে প্রচুর হাইপ আছে।
কয়েকদিন পড়েই আবার বিটগেট এক্সচেন্জ এ লঞ্চপ্যাড আসলো। এবারো ৪৫০ ডলার পরিমানে ষ্টেক করলাম। কিন্তু এলোকেশন পেলাম ২ BWB। চিন্তা করেন কি পরিমান ফান্ড রেইস হলে ৪৫০ ডলারের বিপরীতে শুধু ২৫ সেন্ট পরিমানে এলোকেশন দেয়। যাই হোক, লিষ্টিং এ প্রাইস আসে 0.5 ডলার ডেটা 0.98 অব্দি গিয়েছিলো। কিন্তু আমি হোল্ড করে রেখেছি। যদিও এখন ৪০ থেকে ৫০ সেন্ট এর ভেতরে আছে। কিন্তু আমার কেনা কতোতে মনে আছে? মাত্র ১০ সেন্ট পার BWB। আমার টোটাল হোল্ডিং ৩৬০ BWB টোকেনের মতো। আশা করি লং টাইমে ভালো রিটার্ন দিবে।