Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 20/06/2024, 12:07:00 UTC
যাই হোক, বাইনান্সের ওয়েবথ্রি ওয়ালেটের লিস্টা এয়ারড্রপে যারা কাজ করেছিলেন, তারা স্পট একাউন্ট চেক করে দকেহতে পারেন। ৩৬ টা করে লিস্টা টোকেন দিয়েছে যেটার বর্তমান দাম আছে ২৪ ডলারের মতো। এক প্রকার ফ্রিতেই ২৫০০ টাকা ইনকাম হলো বলা চলে। আর বিএনবি ওয়েব থ্রি ওয়ালেটেই ক্লেইম করা যাবে। ৫ ডলার স্টেক করে ২৪ ডলার ইনকাম, খারাপ না।
মাত্রই বাইনান্সের এই মেগা ড্রপ নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম এবং নিজের রেওয়ার্ড জানাতে চেয়েছিলাম, তা দেখে অলরেডি আপনি নিয়ে ডিসকাশন করে বসে আছেন।
আর বইলেন না ভাই আমি শুধু হাফ বি এন বি এর মতন স্টেক করে রেখেছিলাম আমি ওয়েব থ্রী ওয়ালেটে BNB এ ট্রানজেকশন করিনি বলতে গেলে অনেকটা অবহেলা করেছি অন্যদিকে আমার তিনজন বন্ধু এটা করে তিনজনই অ্যারাউন্ড আসি করে টোকেন পেয়েছে। ধারণা করা যাচ্ছে যে লিস্টা এর টোকেনটি ১ ডলার সমপরিমাণ যেতে পারে। আর এদিকে আমি মাত্র দুইটা লিস্টা টোকেন নিয়ে বসে আছি যদিও আমার দুইটা বাইনান্স একাউন্ট ছিল।