Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
wtsimis
on 20/06/2024, 16:15:38 UTC
আমি 4 টা ডিভাইস দিয়ে 4 ওয়ালেট এ চেষ্টা করে ওনলি একটা ওয়ালেট এ এলোকেশন পেয়েছিলাম। আর সোয়াপ করে ৯০০+ টোকেন পেয়েছি। আর প্রায় ১১০০$ বিনিয়োগ করেছি। তবে বিনিয়োগ টা একটু ওপরে করে ফেলছি। এই জন্য একটু বেশি চিন্তা। তবে আমি পূর্ণ ভরসা করি এই টোকেন এ। আমি 1 ডলার ছাড়া এই টোকেন বিক্রি করবো না যতদিন লাগে ।

আমি কোনোদিন কোনো টোকেন লং টাইম হোল্ড করিনি। তাই এটাকে নিয়ে একটু বেশি আশাবাদী।
ধন্যবাদ Learn Bitcoin ভাই একটু সাহস, ভরসা দেওয়ার জন্য।🥰

মিয়া আপনে নিজেই তো দেখি গভীর জলের মাছ। নিজেই তো দুনিয়াদারি ইনভেস্ট করে রাখছেন আর সাহস নিচ্ছেন যেই বেটায় মাত্র ৩২ ডলার ইনভেস্ট করছে তার কাছ থেকে। মজা পাইলাম ভাই। আমার একজন ফ্রেন্ড তার কয়েকটা ওয়ালেটে সোয়াপ করে পয়েন্ট জমিয়েছিলো। কিন্তু তার মনে এভাবে করে সে নাকি লস করেছে। প্রতি ১ হাজার ডলার সোয়াপ করতে গিয়ে সে নাকি ১০ ডলারের বেশি খরচ করেছে। সেই হিসাবে হয়তো লস হতে পারে। কিন্তু বড় এমাউন্ট দিয়ে সোয়াপ করে পয়েন্ট ফারম করলে লস হওয়ার কথা না।

যাই হোক, বাইনান্সের ওয়েবথ্রি ওয়ালেটের লিস্টা এয়ারড্রপে যারা কাজ করেছিলেন, তারা স্পট একাউন্ট চেক করে দকেহতে পারেন। ৩৬ টা করে লিস্টা টোকেন দিয়েছে যেটার বর্তমান দাম আছে ২৪ ডলারের মতো। এক প্রকার ফ্রিতেই ২৫০০ টাকা ইনকাম হলো বলা চলে। আর বিএনবি ওয়েব থ্রি ওয়ালেটেই ক্লেইম করা যাবে। ৫ ডলার স্টেক করে ২৪ ডলার ইনকাম, খারাপ না।
ভাই আমাদের এখানে একটি বাড়ি একটি খামার নামে একটি সরকারি প্রকল্প রয়েছে। যেটা থেকে আমি এক লক্ষ টাকা লোন করেছি। এই লোনের টাকা দিয়ে ডলার কিনে এখানে বিনিয়োগ করেছি।🤣
বিনিয়োগ করার সাথে সাথে আমার বিনিয়োগ লচে চলে গেছে। তাই আল্লাহ আল্লাহ করতেছি। যাতে অন্তত প্রতি মাসে লোনের কিস্তি চালিয়ে যেতে পারি। যদিও এটি আমার একটি বোকামি ছাড়া আর কিছুই না। তবু ভাই কেন জানি সাহস করে করে ফেলছি এখন বাকিটা আল্লাহ জানে কি হবে।
আমি জানি আপনারা এটাকে ভালো চোখে দেখবেন না। কেননা লোন করে ক্রিপটো কারেন্সিতে বিনিয়োগ করা আসলেই একটা মূর্খতা।
Lista আমিও পেয়েছি ৩৭ টা। ২৩ ডলার এ সেল করে ফেলেছি। কিন্তু ভালো করে না জানাতে ৫২ ডলারের বিএনবি ২০ দিন অযথাই ফেলে রেখেছি। ভাগ্য ভালো বিএনবি দাম কমে যায় নাই। এটা নাকি শুধু কুইস্ট কমপ্লিট করলেই পাওয়া যেত। Cheesy