প্রিয় ভাই ও বোন আপনাদের কাঙ্খিত সময় এসে গিয়েছে বিটকয়েন পিজ্জা ডে উপলক্ষে আয়োজিত কনটেস্ট ২০২৪ এর ফলাফল ঘোষিত হয়েছে।
আর বিজয়ীরা হচ্ছেন।-
➥ Discussion [English] ➥ Last year's [Results] ➥ Bitcointalk Party [Discord] ➥ Contest participants [Full List]
|
|
|
| | |
|
|
|
 5tift - Pizza #19 - 39 votes / $250________________________________________ |  taufik123 - Pizza #53 - 39 votes / $250_________________________________ |  airfinex - Pizza #74 - 34 votes / $150_________________________________ |
|
|
|
|
পরিসংখ্যান :- এই বছর টোটাল ১২৫ জন অংশগ্রহণ করেছিল তার মধ্যে ১১২ জন ঠিক আছে।
- সাতটা ভোট কাউন্ট করা হয়নি কারণ তাদের আনমেরিট ৫০ এর কম ছিল।
- আর মোট ১৬৭ জন মেম্বাররা ভোটে অংশগ্রহণ করেছে এই কনটেস্টের জন্য।
- ১১২টির মধ্যে ২২টি পিজ্জা কমপক্ষে 10টি করে ভোট পেয়েছে ৷ আর তাছাড়া ৭০ টা পিজ্জা ৩ বা এর চেয়ে কম পেয়েছে এবং ২৫ টি পিজ্জা একটি ভোট পাইনি
এই পোষ্টের সকল তথ্য GazetaBitcoin এর এই পোস্ট থেকে নেওয়া হয়েছে- https://bitcointalk.org/index.php?topic=5498889.msg64265477#msg64265477
এখন আফসোস লাগতাছে আলসেমি করে কেন পার্টিসিপেট করলাম না, বিজয়ী যদি নাও হতাম অন্তত একটা পিজ্জা বানিয়ে খেতে পারতাম ।