Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 30/06/2024, 12:45:26 UTC
বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin  এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।

ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি।

শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছে ATH, এবং Blast। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।