আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন? পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।