ভাই আমি সম্পর্কে অবগত আছি। এবং আমি এটা নিয়েও পরেছি এবং বুঝতে পেরেছি কিন্তু এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পোস্ট করার সাথে সাথে একটিভিটিত বাড়ে না কেনো? আপনারা যেমন একটু আাগে পোস্ট করলেন আর আপনদের একটিভিটি বাড়ছে কিন্তু আমার টায় বাড়ে নাা কেনো?
ভাই ডাবল পোস্ট করার দরকার নেই একটি পোস্ট ডিলিট করে দেন। আর কোট টা আবার একটু ঠিক করেন।
এখন আসি আপনার অবগত হওয়ার কথায়, আপনি যদি আসলে অবগত হয়ে থাকেন তাহলে আমার মনে হয় না আপনি আবার এই কোশ্চেনটা করতেন যে আমার অ্যাক্টিভিটি বাড়ছে কেন আর আপনারটি বাড়ছে না কেন।
আমি বহুত আগে রেজিস্টার করেছিলাম ফোরামে আর আপনাকে দেখছি মে মাসের ২০ তারিখে রেজিস্টার হয়েছেন।
আপনার টোটাল ৪৪ দিন হয়েছে এখন টেবিলটি খেয়াল করে দেখুন ৪৪ দিনে আপনার কয়টা অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল ৩*১৪=৪২ টি আপনি যেহেতু
৪৪ নম্বর দিনে রয়েছেন তাই আপনার অ্যাক্টিভিটি আরো
১৪ টি যোগ হয়েছে আর দেখতেই পাচ্ছেন
আপনার টোটাল এক্টিভিটি ৫৬ টি ।
আপনি যখন ৫৬ নম্বর দিনটি ক্রস করবেন এবং আপনার অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি
আরো ১৪ টি বেড়ে ৭০ টি হয়ে যাবে। মানে এই
জুলাই মাসের ১৫ তারিখে আপনার একটিভিটি আরো চৌদ্দটি বাড়বে। আশা করি এখন বিষয়টি আপনার নিকট ক্লিয়ার হয়েছে। না হলে আবার জিজ্ঞাসা করবেন হয়তো এখানে আমার থেকে আরো সিনিয়র ভাইয়েরা রয়েছে তারা ভালোভাবে জবাব দিতে পারবেআর আমিও চেষ্টা করব।