কি ব্যাপার ভাই লোক। ১ মাস ভালো পারফরমেন্স করে হাপিয়ে উঠলেন নাকি। (ফান করলাম) যদিও এ মাসে আমাদের এক্টিভিটি পূর্বের মাসের তুলনায় দুইটা বেশি রয়েছে তবে মেরিটের সংখ্যা প্রায় অর্ধ থেকে নেমে এসেছে। যাইহোক মেরিট এর সংখ্যা অর্ধেকের নামলেও আমি মনে করি আমাদের লোকাল থ্রেডের পোস্টের কোয়ালিটি এর একটু উন্নতি হয়েছে। যাইহোক অন্যদের দ্বারা বইতে থাকুক কোয়ালিটি পোস্ট এর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকুক, কারণ কোয়ানটিটি এর চাইতে কোয়ালিটি এর দাম বেশি। সবার জন্য শুভকামনা । আর যারা টপ টেনে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইটুকু এফোর্ড না দিলে হয়তো এইটুকু পারফরমেন্সও আমাদের লোকাল থ্রেডে দেখা যেত না। জুন মাসের টোটাল পোস্ট হয়েছে = 149টি