
বর্তমান সিজনটা Airdrop করেই পার করে দিচ্ছি এখন পর্যন্ত নট কয়েন পেমেন্ট করেছে বাকি কোনোটাই পেমেন্ট করে নাই। Hamster Kombat বর্তমানে রেকর্ড সংখ্যক ভাইরাল হয়েছে ফলে এর পেমেন্ট নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। Tapswap আসলেও পেমেন্ট করবে কিনা এটাও আমরা সন্দেহ প্রকাশ করছি। কিন্তু Memefi এই প্রজেক্ট আমাদের খুব আশ্বাস দিচ্ছে এবং তারা বলছে ৯০% কমিউনিটির জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও এর সাপ্লাই অনেক কম বলতে গেলে ১০০০ কোটি টোটাল সাপ্লাই যার মধ্যে ৯০% যদি কমিউনিটির জন্য বরাদ্দ করা হয় তাহলে 900 কোটি কমুনিটির জন্য দিয়ে দিবে। এজন্য প্রজেক্টটা আমি রিজেক্ট করেছিলাম যে হয়তো কমিউনিটিতে আশা দিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোকেন দেবে না। কিন্তু কালকে Kucoin এর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এই প্রজেক্ট নিয়ে পোস্ট করেছে যাতে মনে হল হয়তো ভবিষ্যতেই প্রজেক্টর কম করে হলেও Kucoin এ লিস্ট হবে তাই কালকে থেকে পুনরায় করা আরম্ভ করে দিয়েছি। যা হোক দেখি যে কয়দিন বাকি আছে এই কয়দিনে কিছু করতে পারি কিনা। আপনারা যদি এই এয়ারড্রোপটি না করে থাকেন তাহলে আজই আপনারা জয়েন হতে পারেন।
আজকে একটা নিউজ চ্যানেল থেকে একটা নিউজ পাওয়ার পর সত্যি করে Tapswap এর অফিসিয়াল টেলিগ্রামে ঢুকে দেখি তাদের রোড ম্যাপ এ আরো কয়েক মাস এয়ারড্রোব হান্টারদের টোকেন ডিস্ট্রিবিউশন করার ডেট পরিবর্তন করে দিয়েছে। তাদের আগের এনাউন্সমেন্টে চলতি জুলাই মাসে টোকেন ডিস্ট্রিবিউশন করার কথা ছিল কিন্তু তারা ডিস্ট্রিবিউশনের ডেট Q3(জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) পিছিয়ে দিয়েছে। এরা যে হারে তালবাহানা শুরু করে দিয়েছে তাতে করে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে হবে। হামস্টার কমবাট, Tapswap, Memefi, Blum, Dotcoin এদের কাজ করতে করতে মোবাইলের ডিসপ্লে প্রায় টিপতে টিপতে আধমারা করে ফেললাম। যদি এরা ডিস্ট্রিবিউশন না করে তাহলে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করব কেমনে।
Tapswap এর এনাউন্সমেন্ট:
https://punchng.com/just-in-again-tapswap-postpones-token-allocation/