এইসবের ভিড়ে বর্তমানে লোকাল বোর্ড এর জন্য নতুন নতুন পোস্ট নতুন নতুন ট্রিকস করার সংখ্যা ধীরে ধীরে কমতেছে। যদিও আমার কাছে এখনো অনেকগুলা পোস্ট কিউয়ে পড়ে আছে এখানে শেয়ার করার জন্য জাস্ট সময়ের অভাবে বানানো হচ্ছে না।
আর ভাই আমার কোডিং স্কিল এর কথা বললেন, আসলে যে স্কিলটা আছে এটা কোডিং এর ইন্ডাস্ট্রিতে হাতের ময়লাও না 🤧
আমি এখন আর কোনো কিছু পেন্ডিং রাখতে চাই না। যখন যেটা মনে হয়, সেটা করে ফেলি। এর পেছনে কারন হচ্ছে আমার ভুলে যাওয়া। আমি প্রায়ই অনেক কিছু করবো বলে মনে করি, কিন্তু মনে না থাকার কারনে আর করতে পারি না। আমি প্রায়ই খাওয়ার পর ভুলে যাই কি দিয়ে খেয়েছিলাম। এটা ঠিক যে এতোকিছুর মাঝে আসলে সময় বের করা সবচাইতে বেশি সমস্যা। জেনে ভালো লাগলো যে আপনি নতুন স্কিল ডেভেলপমেন্ট করছেন। আর আজকে ৫ বছর হলো আমি গ্রাফিক্স এ এক্সপার্ট হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি এখনো বিগিনার। অিামি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। কিন্তু সময়রে অভাবে ক্লাস অব্দি করতে পারিনি।
আপনিও মিয়াও অধৈর্য হইয়া যাইতাছেন নাকি। অপেক্ষা করেন বুল রান তো এখনো শুরুই হয়নি ২০২৪ সালের লাস্ট Q এর জন্য অন্তত ওয়েট করেন, অনেকেই তো বলতেছে লাস্ট Q থেকে স্টার্ট হবে আমার তো মনে হইতেছে ২০২৫ সাল থেকে স্টার্ট হবে। আমিও মোটামুটি ভালই লসে আছি তবে যে সব কয়েন ইনভেস্টমেন্ট করেছি আশা করি বুল রানে তারা আমাকে হতাশা করবে না।

এটা ঠিক যে বুলরান যখন আসার, তখনই আসবে। কিন্তু এই যে এনালিষ্টদের বুঝুং ভাঝং! এগুলো তো সব ভুল প্রমান হয়ে যাচ্ছে এদের প্রেডিকশন শুনে শুনেই তো আশা করি যে এমন কিছু একটা হবে। পরে হয়ে যায় উল্টো।