আমি ফোরামে একজন নতুন মেম্বার। আমি গত মাসে একাউন্টটি করেছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে। এই কয়েকদিন যাবত আমি কিছু কিছু খেয়াল করলাম এবং আজকে আমি এই লোকাল বোর্ডটা খুঁজে পেলাম। সেজন্য আমি এখানে আজকে পোস্ট করলাম একটা। আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই এবং শিখতে চাই এটার জন্য আমাকে কি করতে হবে। আমাকে কিভাবে আগালে এই ফোরাম সম্পর্কে আমি ভালো জানতে পারব?