আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হল :
আমার এই ছোট্ট অ্যাকাউন্ট নিয়েও একটা সিগনেচার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করেছিলাম সেখানে আমাকে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করার জন্য এক্সেপ্ট করা হয়েছে কিন্তু আমি এর আগে কখনো সিগনেচার ক্যাম্পে নিয়ে কাজ করিনি কারন আমি একদম নতুন ই ফোরামে নতুন মেম্বার হয়েও আমি এটার সুযোগ পেয়েছি আমার যোগ্যতা দিয়ে। এই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমাকে একটু সবাই ধারণা দিবেন এবং আমি কি কি ধরনের কাজ করলে এবং কিভাবে কি করলে আমার অনেক ভালো কিছু হবে সিগনেচার ক্যাম্পেইন এর জন্য। কারণ যারা আমাকে সিগনেচার ক্যাম্পেইন করার সুযোগ দিয়েছে তাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেটা ফলো করার চেষ্টা করতেছি কিন্তু আমার এই লোকাল বোর্ডের ভাইরা আমাকে একটু সিগনেচার ক্যাম্পেইন করার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেবেন আমি কিভাবে কি করলে ভালো হবে।
সিগনেচার ক্যাম্পেইন একটা দিকনির্দেশনা দেওয়া থাকে দশটা বা ২০ টা পোস্ট করতে হবে সপ্তাহে। আমি কি এই দশ টাকা বিশটা পোস্ট করব নাকি আরো বেশি করব? একটু এগুলা সম্পর্কে অভিজ্ঞ ভাইয়েরা মতামত দিবেন।
যদিও আপনি মেম্বার হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন কিন্তু এক্টিভিটির অভাবে জুনিয়ার মেম্বার হয়ে আছেন। এখন আপনি যদি কোন সিংনেচার করতে চান তাহলে বাউটি সেকশনে যেসব সিগনেচার রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। বিটকয়েনের মাধ্যমে অর্থ প্রদান করে এমন সকল সিগনেচারে ক্যম্পেইনে ফুল মেম্বার প্লাস বা সিনিয়র প্লাস থাকে আবার কিছু কিছু ক্যম্পেইনে হিরো/লিজেন্ডারি থাকে।
যাইহোক এখন আপনি যদি কোন সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন তাহলে সেই সিগনেচার ক্যাম্পেইনের যে সকল রুলস দেওয়া থাকবে সেগুলি আপনাকে মেনে চলতে হবে। আপনি যে সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন সেই ক্যম্পেইনের সিগনেচার কোড এবং ফুল মেম্বার প্লাস থাকলে এভাটার এবং টেক্সট আপনার প্রোফাইলে যুক্ত করতে হবে। কিছু কিছু সিগনেচার ক্যম্পেইনে দেখবেন কিছু কিছু নির্দিষ্ট বোর্ডের নাম উল্লেখ করা থাকবে এই বোর্ডে পোস্ট করা যাবে না, আপনি যদি সেই বোর্ডে পোস্ট করেন তাহলে সেই পোস্ট কাউন্ট করবে না।
এখন যদি কোন সিগনেচার ক্যাম্পেইনে ২০ টা পোস্ট দিতে বলে তাহলে আপনি ২২-২৫ এই রকম পোস্ট দিতে পারেন, আপনি চাইলে আরো বেশি করতে পারেন। আপনি চাইলে ২০ টাও করতে পারেন তবে ২-১ টা পোস্ট গ্রহণযোগ্য না হলে দেখা যাবে আপনি পেমেন্ট পাবেন না। কিছু কিছু ক্যম্পেইনে নির্দিষ্ট করে দেওয়া থাকে ২০ পোস্টের নিচে পোস্ট হলে পেমেন্ট পাবেন না। তাই সবসময় চেষ্টা করবেন কয়েকটি পোস্ট বেশি দেওয়ার।
ভাই আমি অলরেডি একটা সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি এবং ২০$ বিটিসি পেমেন্ট করবে। আমাকেও সিগনেচার ক্যাম্পিং করার জন্য একসেপ্ট করেছে। আমিতো সিভি স্যার কে মিন করে নিয়ে রাগ কিসের জন্য জানতে চাইলাম। আপনাকে ধন্যবাদ ভাই অনেক সুন্দর আইডিয়া দিয়েছেন।
এর আগে এক্টিভিটি নিয়ম আপনি আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ভাই। আপনার কাছে চির কৃতজ্ঞ আমার একটি ভুল ধারণা ছিল সেটা আপনি অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছেন।