Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
LDL
on 06/07/2024, 23:47:47 UTC
⭐ Merited by Nothingtodo (1)
ভাই বর্তমান সময়ের জন্য আমি BLUM, HOT, PIXEL, CERTIK, CATIZEN এই কয়েকটা করতেছি ভাই বাকি সব বাদ দিয়ে দিয়েছি ভাই। এগুলো ভালো হবে আশা করা যায়। এদের জার্নটা অনেক ভালো মনে হচ্ছে ভাই। এদের রোডম্যাপগুলো আমার কাছে ইলিজেবল মনে হচ্ছে ভাই। আপনি চাইলে এগুলো করতে পারেন ভই এগুলো ভালো হবে ভাই। যে ১০০% ভালো হবে এরকম না তবে ভাই এগুলো থেকে মোটামুটি ভালো কিছু পাবেন ভুল আশা করা যায়। আমি নিজেও এগুলো করতেছি এগুলো মিস করতেছি না।
Blum, ভাই এইটা অনেক লম্বা বাজে আপাতত 2025 সালে আগে এই প্রজেক্ট থেকে কিছু পাবেন এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। তবে এটা চালিয়ে যান পয়েন্ট কালেক্ট করুন এবং জমা করে ভবিষ্যতে কিছু পাবেন এই আশাতে বুক বেঁধে রাখেন।
HOT wallet, হ্যাঁ তবে এই প্রজেক্ট থেকে কিছুটা হলেও পাবেন এটা শিওর। এ প্রজেক্টটা বর্তমান সময়ে অনেকটাই হাইপ। এ প্রজেক্ট থেকে ১০ ডলার পরিমাণ হলেও পেয়ে যাবেন এটা সিওর দিয়ে রাখুন।
Pixelverse, এই প্রজেক্ট থেকে আমাদেরকে কি দেবে এটাই তো এখন পর্যন্ত সিওর হতে পারছিনা। টেলিগ্রাম বটে প্রতিদিন পয়েন্ট কালেক্ট করা হচ্ছে অপরদিকে ওয়েবসাইট বা ড্যাশবোর্ডে পিক্স কালেক্ট করছি। আসলে আমাদেরকে কি দেবে এটাই তো এখন পর্যন্ত সিওর না।
Catizen, এইটা ভাই অনেক খরচের বিষয় রয়েছে বিশেষ করে আপনাকে Vkitty Per Second এটা বাড়াতে হবে যা আপনাকে ফিস কিনে তারপর বুস্ট করতে হবে। ফিস কিনে গতি বাড়িয়ে রাখতে হবে তা না হলে আপনারা তেমন কিছু পাবেন বলে আমার কাছে বোধগম্য নয়। তবে যদি গতি বাড়িয়ে রাখতে পারেন তাহলে এটা করে রাখুন আর তা না হলে ফ্রি খেলে আপনার কোন কিছু অর্জন করতে পারবেন না।
Hamster Kombat, এটাতো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি টেলিগ্রাম এয়ার্ডপ । তবে এরা পেমেন্ট করবে কিনা এটা কেবল অপেক্ষমান রয়েছে। যেহেতু তারা প্রতি সপ্তাহে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে সেহেতু তাদের এক্সচেঞ্জ লিস্ট করার ব্যাপারে কোন আগ্রহ দেখছি না। এক্সচেঞ্জ লিস্ট করলে তাদের তোর শেষ হয়ে যাবে এটা তারা জেনে গেছে।
Tapswap, এটা যে আমাদের সাথে তালবাহানা শুরু করেছে এটা অনেকেই জেনে গেছে তাই এর গুরুত্ব কমে যাচ্ছে। তবে ভবিষ্যতে পেমেন্ট করলে করতে পারে।
Certik skynet quest Airdrop, হ্যাঁ আপনারা এটা একটু কষ্ট হলে করে রাখুন কেননা এই প্রজেক্ট অনেকটা শিউরিটি অর্জন করেছে এবং আমাদেরকে পেমেন্ট করবে। তবে খুব তাড়াতাড়ি পেমেন্ট করবে না তাদের রোডম্যাপ অনুযায়ী চলছে। তাই যারা করে রাখেননি এখনো সময় আছে করে রাখুন তা না হলে পরবর্তীতে একটু একটু আফসোসের বিষয় হয়ে থাকতে পারে।