Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 09/07/2024, 04:33:29 UTC
[CFNP] Cryptomus | Signature Campaign | cryptomus_com এা রানিং সিগনেচার ক্যাম্পেইন এর কিছু এলোমেলো দিক লক্ষ্য করা যাচ্ছে। সিগনেচার ক্যাম্পেইন প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে ৭ তারিখে কিন্তু এটার এখনো সঠিক কোন কাজ করে নি তারা। তারা কেনো সবকিছু সঠিকভাবে করছে না আমি বুঝলাম না তাদের কি ধরনের আইডিয়া জানিনা কিন্তু তারা যেটা করছে এটা সিগনেচারের জন্য খারাপ কিছু করছে। ফোরামের জন্য এটা একদম খারাপ দিক উন্মোচন করতেছে।

Hello. We are forced to exclude you from the subscription campaign without payment, as you have violated the terms of the contest regarding prohibited topics.

Thank you for your understanding.
আমি Cryptomus Signature Campaign এটায় জয়েন হয়েছিলাম এবং আমাকে সিগনেচার প্রমোট করার জন্য একসেপ্ট করা হয়েছে। আমি দীর্ঘ এক সপ্তাহ কাজ করেছি। কিন্তু আমাকে মেসেজ করে জানা এখনো হয়েছে আমাকে তারা পেমেন্ট না দিয়ে বের করে দিচ্ছে। আমাকে কেনো তারা বের করে দিচ্ছে সে কারন আমি দেখতে পাচ্ছি না। আমি জানতে চেয়েছিলাম আমাকে কি কারণে বের করে দেওয়া হচ্ছে কিন্তু তারা আমাকে রিপ্লাই কোন মেসেজ করেনি। কি কারনে আমাকে রিপ্লাই করেনি আমি জানিনা আসলে তাদের উদ্দেশ্য কি সেটাও বুঝতেছিনা।

Participant Requirements:
- You must be aware of and comply with the rules for participating in subscription campaigns
- Make a minimum of 20 constructive posts per week
- Removing the signature leads to disqualification
- The link in the signature must remain correct and unchanged
- Excluded boards (WO & Serious, Sig Threads, Press, Politics, Games, Off-topic, Bounty)
অন্যদিকে তাদের ক্যাম্পেইনের যেসব রুলস আছে আমি সবগুলো রুলস ভালোভাবে পড়েছিলাম এবং সেই অনুযায়ী আমি পোস্ট করেছিলাম। আমাকে তাও কেন তারা এরকম মেসেজ দিল আমি জানিনা এবং বুঝতে পারতেছি না।

Please I want you to change my BTC address for payment to bc1q8at53xmtp27cs28m5erlnffzwz5zd9mje75xly
Thank you very much
Dear cryptomus_com Sir, I have given BSC Wallet Address by mistake while applying. This is my BTC Address. Please accept my BTC Address.

BTC Address: bc1qzjmk9hgfkdcnckzdf7walw7lawr5008h5s67td
তারা ৩০ জনকে একসেপ্ট করেছিলো এই ক্যাম্পেইন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি দুইজন ভুল করে তার বিটিসি এড্রেস না দিয়ে অন্য address দিয়েছিল। বিটিসি address না দেওয়ার তারা তাদের BTC address পোস্ট করে জানিয়ে দিয়েছে এটাও তারা আপডেট করেনি।

৩০ জনের মধ্যে সকলে পেমেন্ট পাইনি মাত্র একজনকে পেমেন্ট করেছি এটা নিয়ে পোস্ট করেছে। প্রথম সপ্তাহ শেষ হয়ে দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন চলছে কিন্তু তারাই এখনো পূর্বের সপ্তাহের কোন কিছু ভালোভাবে কমপ্লিট করেনি। তারা আসলে কি করতে চাচ্ছে এরকম রুলস এবং রেগুলেশন ছাড়া সিগনেচার ক্যাম্পেইন চলতে পারেনা বলে আমি মনে করি।

যদিও তারা নতুন ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু এটা সম্পর্কের তাদের ভালোভাবে জানা দরকার সিগনেচার ক্যাম্পেইন কিভাবে কি করতেছে। তাদের খুব সতর্কতার সাথে এগুলা করা উচিত। আমি জানিনা তারা কি করতেছে বা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তবে তাদের সতর্ক হয়ে এগুলা সব কিছু ঠিক করে নেওয়া উচিত যদি তারা এই ক্যাম্পেইনটি রান করে সামনের দিকে। আমি তাদেরকে কোন ব্যাড রিপোর্ট করতেছি না কিন্তু তারা যেটা করতেছে এটা এই ফোরামের সিগনেচার ক্যাম্পেইনে করাটা একটা খারাপ দিক লক্ষণীয় এর জন্য এটাকে সঠিকভাবে দেখে ঠিক করা উচিত।

আমার বাংলাদেশী ভাইদের কাছে প্রশ্ন কেন তারা এরকম করতেছে এইরকম করার মানে কি এবং আসলে কিসের জন্য এরকম দিয়েসে মেসেজ আমি বুঝতেছিনা আপনারা একটু বিস্তারিত বলবেন এবং দেখবেন ভাইয়েরা

Wonder Work