Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
NNRR
on 13/07/2024, 08:38:47 UTC
একটা চিন্তা ভাবনা আমার মাথায় অনেক দিন যাবত ঘুরপাক খাচ্ছে তাই সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতে আসলাম,  বিষয়টি হলো বিটকয়েন টর্ক ফোরামে অনেক ক্যাম্পিং আসে ধরেন সিগনেচার ক্যাম্পেইন বান্টি ক্যাম্পেইন এই ক্যাম্পেইন গুলো আমরা অনেকেই করে থাকি, গত কয়েক বছর যাবত আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা যারা বান্টি ক্যাম্পেইন করি তারা ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না, হয় প্রজেক্ট টিম পেমেন্ট দিচ্ছে না, না হয় অনেক ভুয়া বান্টি ম্যানেজার এসে প্রজেক্ট এর কাছ থেকে পেমেন্ট নিচ্ছে কিন্তু হান্টার দের দিচ্ছে না, তাতে দিনশেষে আমরা যারা ক্যাম্পিনের কাজ করি তারা কিন্তু অনেক প্রতারিত হচ্ছি


এই সমস্যার সমাধান কিন্তু মনে হয় বিটকয়েন ফোরামের মোডোরেটর যারা আছে তারা ইচ্ছা করলেই করতে পারে, এটা বলার কারণ হলো যদি মডোরেটররা চায় যে কোন পেমেন্ট Escrow ছাড়া তারা কোন ক্যাম্পিং লঞ্চ করতে দিবে না ফোরামে, এমনকি Escrow করা ফান্ডগুলো বিটকয়েন টর্ক মোডোরেটরের কাছে থাকবে তাহলে আমার মনে হয় যে আমরা যারা বান্টিতে কাজ  সঠিকভাবে  করবে তারা সঠিক পেমেন্টটা পাবে  .


এখানে শুধু আমি আমার মতটা প্রকাশ করলাম এটা কি আসলেই করা সম্ভব ?