Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BD User
on 14/07/2024, 07:23:42 UTC
বর্তমানে বাংলাদেশের কোটা বিরোধী আআন্দোলনের অবস্থা  দিন দিন যে ভয়াবহ হয়ে দাড়াচ্ছে। আমার মনে হচ্ছে এটি সরকার পতনের দিকে এক দাপ এগিয়ে যাচ্ছে। কারণ ছাত্র সমাজ ক্ষেপে গেলে সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া খুব একটা সহজ কাজ হবে না বলে মনে করি। তাহলে কি সরকার কোটা বিরোধী আন্দোলনের  দাবি মেনে না দিয়ে নিজের পতনের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়?