তো ভাই কি অবস্থা সবার, অনেকদিন পর আবার অবশেষে অনলাইনে আসতে পারলাম। কি একটা দেশের অবস্থা, সেই যে ১৮ তারিখ সকালে সিম কার্ডের নেটওয়ার্ক বন্ধ হল। আমি তো আবার ওয়াইফাই চালাই, ১৮ তারিখ সারাদিন ওয়াইফাই ঠিকই ছিল কিন্তু সন্ধ্যায় ৭:৩০ এর দিকে আবার ওয়াইফাই বন্ধ হয়ে গেল। আমি তো মনে করছি যে ওয়াইফাই অফিসে কাজ করতাছে তাই ১৫-২০ মিনিটের জন্য ওয়াইফাই বন্ধ করছে। কিন্তু 1ঘন্টা যায় 2ঘন্টা যায় তাও ঠিক হয় না। পরে আমার এক বন্ধু আমাকে কল দিল, তাদের কাছ থেকে খোঁজখবর নেয়ার পর জানতে পারলাম যে কোটা আন্দোলনের জন্য সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কি আর করার, ইন্টারনেট ছাড়া মোবাইল বা কম্পিউটার সবই অচল। সেই দিন আবার শুনি যে ইন্টারনেট নাকি 7 দিন পর খুলবো, এ কথা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল।
কোন উপায় না পেয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সময় কাটানোর জন্য যে পিসিতে কিছু মুভি দেখব তাও কোন মুভি ছিল না পিসিতে। পরে নেট বন্ধ হবার পরের দিন বিকেলে এক পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে কিছু মুভি নিয়ে আসলাম। এতদিন সেই মুভি গুলো দেখে দেখেই সময় পার করছিলাম।।। এভাবে চলতে চলতে আজকে অবশেষে ইন্টারনেট খুললো। সেই যে ১৮ তারিখ বন্ধ হল আর আজকে ২৩ তারিখে আবার খুলল, মোট পাঁচ দিন পর অবশেষে আবার আমাদের ফোরামে পুনরায় একটিভ হতে পারলাম। আপনাদের কি অবস্থা সবার ? অফলাইনে দিনকাল কেমন কাটলো ?