কি অবস্থা সবার ? আশা করি আমাকে অনেকেই মনে রেখেছেন । ৬/৭দিন ইন্টারনেট এর বাহিরে থেকে চিন্তা করতে করতে একটা ডিসিশন নিয়েই ফেললাম। ক্রিপ্টো তে ব্যাক করার ডিসিশন । কি মনে হয়? সিদ্ধান্তটা কি সঠিক ? যদিও রিয়াল লাইফে আমার যেই ব্যবসা আছে ঐটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে । কিন্তু হাতে ফ্রি টাইম থাকে তাই ভাবতেসি আপনাদের জন্য ভালো কিছু বাউন্টি আনি যদি পসিবল হয় আরকি।
অবশ্যই ভাই, আপনাকে আবারো এই ফোরামে স্বাগতম। ফোরামে ফিরে আসার সিদ্ধান্তটা অবশ্যই ভালো একটি সিদ্ধান্ত, যেহেতু আপনার কাছে ফ্রি সময় থাকে, সেহেতু সময় গুলো নষ্ট না করে ফোরামে সময় দিলেও অনেক ভালো হয়. এভাবেই আমরা আমাদের লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
ভাবতেসি আপনাদের জন্য ভালো কিছু বাউন্টি আনি যদি পসিবল হয় আরকি।
অবস্যই, তাহলে তো অনেক ভালো হয়। কারণ ইদানিং ফোরামে ভালো বাউন্টি নেই বললেই চলে, খুব কম কম বাউন্টি পাওয়া যায়। তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি বাউন্টি আনুন। এতে সবার অনেক উপকার হবে।