কি অবস্থা সবার ? আশা করি আমাকে অনেকেই মনে রেখেছেন । ৬/৭দিন ইন্টারনেট এর বাহিরে থেকে চিন্তা করতে করতে একটা ডিসিশন নিয়েই ফেললাম। ক্রিপ্টো তে ব্যাক করার ডিসিশন । কি মনে হয়? সিদ্ধান্তটা কি সঠিক ? যদিও রিয়াল লাইফে আমার যেই ব্যবসা আছে ঐটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে । কিন্তু হাতে ফ্রি টাইম থাকে তাই ভাবতেসি আপনাদের জন্য ভালো কিছু বাউন্টি আনি যদি পসিবল হয় আরকি।
আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তবে আগে এক সপ্তাহ ইন্টারনেট ছিল না কিন্তু কারেন্ট ছিল 24 ঘন্টা কিন্তু বর্তমানে ইন্টারনেট এসেছে কিন্তু কারেন্ট থাকে না 24 ঘন্টা। ভালো খারাপের মাঝখানে খুব কঠিন ভাবে দিন অতিবাহিত করছি।
আপনার ভালো ডিসিশন নেওয়ার সদিচ্ছা দেখে ভালো লাগছে। বর্তমানে ফোরামে ভালো বাউন্টি নেই বললেই চলে কেননা চারদিকে শুধু মুল্যহীন বাউন্টি প্রজেক্ট। আপনি যদি ফোরামে ভালো বাউন্টি প্রজেক্ট এনে আমাদের ফোরামের উপকার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। তবে বর্তমানে Play to earn ও Tap to earn যেভাবে জনপ্রিয়তা অর্জন করতেছে তাতে করে ভবিষ্যতে বাউনটি প্রজেক্টগুলো খুব একটা বেশি ভালো পজিশনে যেতে পারবে বলে মনে হয় না। তবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো ভবিষ্যতে বাউনটি আগের অবস্থানে ফিরে যেতে পারে।