Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 30/07/2024, 13:06:53 UTC
রক্তের রং লাল। শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না নিয়ে রাজপথ ছারবো না।✊
সরকার ঘোষিত নাটকীয় শোক সারাদেশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।✊
তোমরা বীর রাজপথের লড়াকু সৈনিক (এই সরকারের রুক্ষী বাহিনীর কথা বলছি না) , তোমাদের প্রতি ফোঁটা রক্তের হিসেব ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই হবে। আগে দেশের সৈনিকদের প্রতি সন্মান ছিল বর্তমানে এই সরকারের রুক্ষী বাহিনীর প্রতি এতোটাই ঘৃণা যে কোথাও যদি আওয়ামী অমানুষের কোতলের সংবাদ শোনা যায় মুখ থেকেই অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হচ্ছে। ইয়াহুদি মারা গেলেও দুঃখ প্রকাশ করতে হবে অথচ আওয়ামী অমানুষ জানোয়ারদের মরনেও মুখ থেকে আলহামদুলিল্লাহ ছাড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বের হয় না। তাহলে বোঝেন কতটা জানোয়ার হলে মানুষ এই রকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে। শেখ মজিবের জানায়ায় ১৮ জন অংশগ্রহণ করেছিল এবং সবাই মিষ্টি বিতরণ করেছিল সেটা ইতিহাস বলে। আমার মনে হয় এই ফ্যাসিস্ট সরকারের পতন হলে সারাবাংলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হবে এবং প্রতি ঘরে ঘরে গরু ছাগল/পাঁঠা জবাই হবে।