Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bitcoin_people
on 31/07/2024, 09:26:11 UTC


যে জাতি মেধার মূল্য দিতে জানে না সে জাতি কখনোই উন্নতির শিখরে করে পৌঁছাতে পারেনা!  Cry

গর্জে ওঠো আরেকবার বাংলার সকল ছাত্র সমাজ, আমাদের এই ৯ দফা দাবি সফল করতেই হবে, কোটা সংস্কার আন্দোলন করলে চলবে না এখন সারা দেশটাই সংস্কার করতে হবে। কেননা দেশে চোর ছেচরা স্বৈরাচার, গণতন্ত্র হত্যাকারী, নির্লজ্জ বেহায়া দিয়ে ভরে গেছে সবকিছুর সংস্কার করতে হবে আমাদের এই ছাত্র আন্দোলনের দিয়েই। আমরা দেখেছি আমাদের দেশে রক্তাক্ত জুলাই যেখানে আমার ভাইদের গণহত্যা চালিয়ে মারা হয়েছে এখনো রক্তের দাগ শুকায়নি প্রতিটি রাস্তায় রক্তে লাল রঞ্জিত হয়ে আছে। আমার এই স্বাধীন দেশের গণতন্ত্রকে হত্যা করে যেই সরকার বর্তমানে আমাদের ওপর বিভিন্নভাবে জুলুম করতেছে অত্যাচার করতেছে আমরা এর অবশ্যই পতন চাই ইনশাআল্লাহ পতন হবে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে যার কারণে বিভিন্ন ব্যাংকে বর্তমানে হাহাকার লেগে গিয়েছে, তাছাড়া আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কায় ও এমন অবস্থা করেছিল ওই দেশের সরকার কিন্তু তারা টিকতে পারেনি। যদি তিন মাস রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশে রেমিটেন্স বন্ধ করে রাখে তাহলে আমাদের দেশের এই স্বৈরাচারী সরকার এর পতন অবশ্যই হবে এবং আমরা আমাদের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে আবারো নতুন করে স্বাধীন করতে পারব ইনশাল্লাহ।
যেখানে আমরা দেখেছি কয়েকদিন আগে সারা বাংলাদেশের অবস্থান এতটাই ভয়াবহ হয়েছিল যেখানে পুলিশ বিজিবি Rap, সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করেছিল শুধুমাত্র এই ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য এবং গণহত্যা চালিয়েছে তারা এটা আমরা সকলেই জানি শুধুমাত্র এই দেশের এই মিথ্যাবাদী সরকারের কথামতো চলে সবাই।
তাছাড়া আমরা প্রতিনিয়ত যে সংবাদ গুলো দেখতে পাচ্ছি লোকেরা বাজার করতে পারছে না তাদেরকে পুলিশ ধরে নিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে একটি দেশের জনগণ সবসময় ভয়ের মুখে রয়েছে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না যেভাবে আমাদের বাংলার মেধাবী, শিক্ষার্থী ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে এর প্রতিবাদ অবশ্যই আমরা এই বাংলার মাটিতে করব এবং এর বিচার এই বাংলার মাটিতেই হবে।
আজকে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুম, গণগ্রেফতার, মিথ্যা ও হয়রানি মামলা দায়ের এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “March For Justice” সফল করতে হবে এবং এই দেশ থেকে হাসিনা হঠাতে হবে।
ছাত্ররা মাঠ ছাড়েনি বরং তারা আরো বহুগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে অবশ্যই আমাদের বাংলার সকল পেশার মানুষকে এখন আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়ানো উচিত তবেই আমরা এই দেশটি পূর্ণরায় স্বাধীন করতে পারব।