Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 01/08/2024, 17:08:01 UTC
⭐ Merited by Crypto Library (1) ,Wonder Work (1)
We now have the quote button active when a topic is locked.



ফোরামের একটা নতুন আপডেট এসেছে। আমাদের অনেক সময় কোনো সোর্স বা প্রমান দেখানোর জন্য কারো পোস্ট quote করতে হয় তখন দেখা যায় যে কিছু কিছু টপিক লক করা থাকে সেখান থেকে কোনো পোস্ট quote করা অনেক ঝামেলার বেপার হয়ে দাঁড়ায়। আমি ম্যানুয়ালি করতে গেছি এমন quote যা করতে অনেক সময় ব্যয় হইছে আবার অনেক সময় ভূল হইছে। বিশেষ করে সেই পোস্ট এর একুরেট টাইম বসাতে পাড়িনি কারন একটা পোস্ট quote করলে যে টাইম ওঠে তা একটা ইউনিক্স টাইমস্ট্যাম্প ফরম্যাট যা আমরা সহজে মেলাতে পারি না।
তাই এই নতুন আপডেটটা ফোরামের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এখন থেকে Lock Topic এর মধ্যেও quote বাটন পাওয়া যাবে যেখান থেকে খুব সহজে ও দ্রুত একটা লক করা টপিক থেকেও পোস্ট quote করতে পারবেন সবাই।