
ইনশাআল্লাহ আমাদের বিজয়ী সন্নিকটে
৭১ রাজাকারের সংখ্যা কম ছিলো, তারা হেরেছে বাঙালির যোদ্ধাদের বীরত্বের কাছে। কিন্তু ২০২৪ শে এসে ৯৮ % রাজাকারের জন্ম হয়েছে। এবার যদি হেরা যাই তাহলে সত্য মনে রাখবেন আসলেই ৯৮% মানুষ রাজাকার। এতে কোনো সন্দেহ থাকবে না। প্রমাণ করতে হবে প্রকৃত রাজকার করা। আমজনতা নাকি তারা। এই যুদ্ধে পরাজিত হলে চলবে না। আমজনতাই জিতবে ইনশাআল্লাহ। ৭১ আমজনতা যোদ্ধা ছিলো এখনও আছে থাকবে ইনশাআল্লাহ।
হে বাঙালি, আমার এই কথা গুলো লিখে রাখুন। এখনো যদি আপনার বিবেকবোধ জাগ্রত না হয়, এখনো যদি আপনার মুখ মাজলুমদের স্বপক্ষে কথা না বলে, এখনো যদি আপনার হাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে, তাহলে মনে রাখবেন ঐ দিন আর বেশি দূরে নয়। যেদিন জালিমের জুলুমের স্বীকার আপনিও হবেন। তখন আপনার বিবেকবোধ জাগ্রত হবে, আপনার মুখ কথা বলবে, আপনার হাত প্রতিবাদ করবে কিন্তু জালিমের জুলুম থেকে আপনি রক্ষা পাবেন না। তাই এখনি সময় এক হবার এখনি সময় কথা বলার, এখনি সময় অন্যায়ের প্রতিবাদ করার।
"আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই।" "জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।" রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, তিনি অনেক আগেই লাশের গন্ধ পেয়েছিলেন, কিন্তু আমরা ঠান্ডায় অসুস্থ বাঙালি তখন বুঝতে পারেনি। এখন বুঝতেছে তবুও কিছু তেলবাজ বুঝেনা যে সেও তার কাছে নিরাপদ নয়, ইতিহাস তাই বলে।
একটি স্বাধীন দেশে ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি এতো গুলো মানুষের প্রাণ দিতে হয় তাহলে বলার মতো কিছু বাকি থাকে না। স্বাধীনতা মানে শুধু মাত্র ভৌগোলিক সীমানা ছাড়া আর কিছু না।
পৃথিবীর কোনো মানুষ স্বাধীন না বরং পরাধীন একমাত্র নাস্তিক ছাড়া। আর পৃথিবীতে কোনো দ্বিতীয় কোনো বর্ডার নেই একটি রাষ্ট্র ছাড়া। যেদিন থেকে স্বাধীন ও স্বাধীনতা নামের বিশ্বাস মানুষের মনে স্থান পেয়েছে সেদিন থেকেই সমাজে অপরাধ বৃদ্ধি পেয়েছে। একটাবার নিজের বিবেক কে প্রশ্ন করে দেখুন তো, আপনি কি আসলেই স্বাধীন, আপনার ধর্ম কি আপনাকে আপনার মন খুশি মতো চলার অনুমতি দেয়? আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে তার অনুসারীরা তার মতো করে জীবন পরিচালনা করবে। বরং প্রতিটি মানুষ তার ধর্মীয় বিশ্বাসের উপর জীবন পরিচালনা করবে। তাহলে আপনি কিভাবে স্বাধীন হলেন। তবে হ্যা আপনি যদি আপনার ধর্ম কে না মানেন তাহলে আপনি স্বাধীন। আর স্বাধীন ব্যাক্তি কখনও তার ধর্মের কথা বলার ক্ষমতা রাখে না। চোরের মায়ের বড় গলা।
ছাত্র সমাজকে দমিয়ে রাখা সম্ভব না বিজয় আসবেই আসবে সামনে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করুন আপনাদের সহযোগিতায় এখন খুবই বড় একটা অবদান থাকবে।