Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 04/08/2024, 08:22:50 UTC
o_e_l_e_o এই বছরের ফেব্রুয়ারি মাসে একটি পোস্ট করে গিয়েছিল যে সে একটি রোগে ভুগছেন দীর্ঘদিন যাবত। এবং এখন সেটি তার জন্য আরও বিপদজনক হয়ে উঠেছে। তাই সে এখন এই ফোরাম ছেড়ে তার জীবনের শেষ সময়টুকু তার পরিবারের সাথে কাটাতে চায়।

Without giving away too much personal info, I have a chronic disease. I've had this disease for a decade and have had a lot of treatment for it, but it is winning. I likely only have a few months left. And so, I bid you all farewell. I'll be spending as much of my remaining time as possible with my family. In a week or so, once this thread has run its course, I'll ask theymos to lock this account.

I have learnt a lot from many of you, and I hope many of you have learnt something from me. Although we will never meet, I would have loved to share a beer with many of you, and I hope you'll remember me fondly.

Leo

তিনি এই ফোরামের অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন তাই তার এমন পরিস্থিতিতে সবারই কষ্ট পাবার কথা। আপনি কি মনে করছেন যে এখনো তিনি দুনিয়াতে বেঁচে আছে? নাকি সে মারা গেছেন। আগামি ১৭ তারিখ তার সেই পোস্টের ৬ মাস বয়স হবে। আমরা তার জন্য সেই ১৭ তারিখ পার্থনা করতে পারি যে যদি সে বেচে থাকে আল্লাহ যেনো তাকে সুস্থতা দান করে। আর যদি মারা যেয়ে থাকেন তাহলে যেনে সে জান্নাতবাসী হয়।

I আমি ব্যক্তিগতভাবে 17 তারিখে আমার সামর্থ্য অনুযায়ী তার জন্য কিছু অর্থ একটি এতিমখানা বা হতদরিদ্রের মাঝে দান করব। আপনি কি করছেন?