Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Do or Die
on 05/08/2024, 08:47:42 UTC
ছাত্রদেরই বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। ১৯৫২ সালে যখন ছাত্ররা ভাষার জন্য যুদ্ধ করেছিল তখন সেটা ইতিহাস হয়ে গিয়েছিল। এমনকি সেই ছাত্রদের আন্দোলন সারা বিশ্বকে জানান দিয়েছিল যে বাঙালিরা ভাষার জন্যও প্রাণ দিতে পারে। আমরা যেন ২০২৪ সালে সেই ৫২ এর ভাষা আন্দোলনে ছাত্র-ছাত্রীদের প্রতিফলন দেখতে পাচ্ছি। আসলে একটি দেশে যখন ছাত্ররা ক্ষেপে যায় তখন ওই দেশের সরকার আর কিছুই থাকে না যেমনটি হয়েছিল এরশাদের আমলে। সেও কিন্তু ছাত্রদের দ্বারাই বিতাড়িত হয়েছিল হয়তো হাসিনাও ছাত্রদের মাধ্যমেই বিতাড়িত হবে এই দেশ থেকে।

সারা বাংলাদেশ এমন কি বলতে গেলে সারা বিশ্বের মানুষের চোখ এখন বাংলাদেশের ছাত্রদের দিকে।
https://www.talkimg.com/images/2024/08/05/5s2tq.jpeg

ছাত্রছাত্রীরা ঐক্য করো, স্বৈরাচারের পতন কর