5 আগস্ট - স্বাধীনতা/AUGUST 5 - VICTORY
আমি দুঃখিত! এটা ৫ই আগষ্ট হবে না। এটা হবে ৩৬ জুলাই ২০২৪!
আজকের এই দিনে ছাত্র জনতা আমাদেরকে একটা সৈরাচার সরকার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা দেশে কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তি!
নৌকা ডুবিয়েছি মানে এই না যে আমরা ধান চাষ শুরু করবো। আমাদের দরকার তরুণ প্রজন্মের নতুন সরকার। ড. ইউনুসের একটা প্রস্তাবিত দল ছিলো যেটার কথা আজকে মনে পড়ছে।
শুরুতেই বলতে চাই দেশমাতা মানুষকেখেকি স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে, তার বাপ ছিল এমন স্বৈরাচার যার ১৫ই আগস্টে বাংলাদেশের মানুষ তাকে খতম করে। এবং ৩৬ শে জুলাই ওরফে ৬ই আগস্ট খুনি স্বৈরাচার রক্তচোষা খা*নকির পতন হয়েছে। এই তারিখের সাথে মিল রয়েছে যেটা মনে হলে মনের শান্তি কানের শান্তি চোখের শান্তি লাগে।
এখন যেকোনো ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সাপোর্ট করি দেশ এখন তার সঠিক যাত্রা চলতে থাকবে, ২০২৪ সালে ৩৬ শে জুলাই/১৫ ই আগস্টে নতুন করে আরেকবার আমার ছাত্র ভাইয়েদের ও বোনদের দ্বারা স্বাধীন হয়েছে।
দীর্ঘশ্বাস এই হলো তারুণ্যের ইতিহাস