Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 06/08/2024, 15:44:41 UTC
আজকে সকালে বিমানবন্দর থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে আটক করেছে সেনাবাহিনী। এই ব্যাক্তির আটকের অপেক্ষায় ছিলাম। মোবাইল ইন্টারনেট / ব্রডব্যান্ড বন্ধ করে অনেক নাটক করছে। ফ্রিলান্সারদের ব্যাপক ক্ষতি করেছে ফ্রিলান্সারা অনেক ক্লায়েন্ট হারিয়েছে। একটানা ৬ দিন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম। Game End now.


অন্তর্বর্তীকালীন গর্ভমেন্টের তালিকা প্রকাশ।  আজকে রাত্রেও বৈঠক হচ্ছে আগামীকালের মধ্যে ফাইনাল ঘোষণা হবে ও শপথ গ্রহন করবে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুস

বাকি সদস্যরা হলেন-

১. ড. সলিমুল্লাহ খান
২. ড. আসিফ নজরুল
৩. বিচারপতি (অব.) মোঃ আব্দুল ওয়াহাব মিঞা
৪. জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া
৫. মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন
৬. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
৭. মতিউর রহমান চৌধুরী
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৯. ড. হোসেন জিল্লুর রহমান
১০. বিচারপতি (অব.) এম এ মতিন।