এটাও আরেকটা গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার কয়েকটা তালিকা প্রকাশ করা হয়েছে যেগুলোর কোনো সত্যতা নেই। সবাই কোনো প্রকার সোর্স ছাড়া এসব গুজব ছড়িয়ে যাচ্ছে। যে সমন্বয়করা ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছেন, সেটা এখনো প্রকাশ করা হয়নি। এর কারন হলো, সেনাবাহিনী প্রধান সহ অন্যান্য সকলের মতামতের একটি ব্যাপার রয়েছে। আগামী ২৪ ঘন্টা পার হলে সঠিক তালিকা দেখা যাবে। প্রথম আলো অন্তত এরকমটাই বলছে।
তবে সমন্বয়কারীরা ৯৯% ডক্টর ইউনুসের উপর বিশ্বাস রেখেছেন এবং খুব সম্ভবত অন্তবর্তী কালীন সরকার প্রধান হবেন ড ইউনুস। তবে সেনাবাহিনী এই দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারবে না এটা তারা জেনে গেছে তাই অন্তবর্তীকালীন সরকার গঠন করার ক্ষেত্রে দেরি করছে না। আবার গোলাম মাওলা রনির একটি সাক্ষাৎকার ে খুব আত্মবিশ্বাস নিয়ে ডঃ মোঃ ইউনূসের নাম উল্লেখ করেছেন। তবে বিএনপি পরবর্তী ক্ষমতায় আসবে এটাও মোটামুটি নিশ্চিত। এই মুহূর্তে অন্তবর্তী কালীন সরকার তিন মাসের অধিক সময় নেবেন না। তবে সমন্বয়কারীর একজন সারজিস আলম বিএনপির উপর অনাস্থা জ্ঞাপন করেছেন। অনেকেই বলেছেন আওয়ামী লীগও না বিএনপি না যে কোন একটি নতুন দল এ দেশ শাসন করবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ শাসন করার মতো দল নেই তাই সেনাপ্রধানরা যদি দেশ চালনা না করে তাহলে অবশ্যই পরবর্তী শাসক হিসেবে বিএনপিকে আমরা দেখতে পাব।