-------
সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক। এটাই হোক প্রথম আইন। তারপর সেনাবাহিনী সহ অন্য সকল বাহিনীর প্রবিধান থেকে কিছু পয়েন্ট বিলুপ্ত করতে হবে। এর মধ্যে সবচাইতে বাজে যে প্রবিধান, সেটা হলো আপনি সরকারের কমান্ড মানতে বাধ্য। সরকার তার উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো কমান্ড দেয়ার পর, বাহিনীর কোনো সদস্যর যদি মনে হয় এটা সঠিক নয়, তবে তারা কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। এরকম মনে হলে, সব জেনেও চুপচাপ ডিউটি করতে হবে, ডিউটি পালনে অপারগ হলে অব্যাহতি দিতে হবে। অবাক করা ব্যাপার হলো এরকম প্রবিধান প্রত্যেক বাহিনীর নিয়মে আছে। আপনাকে খুন করার অর্ডার দিলে আপনাকে সেটাই করতে হবে। যদি না পারেন, তাহলে রিজাইন করতে হবে। যে কারনে, ফ্রন্ট লাইনে থাকা পুলিশ সব সময় ভিলেন হয়ে থাকে। তবে এটাও ঠিক সব বাহিনীতেই কিছু কুকুর থাকে, যারা রাজনৈতিক ইনফ্লুয়েন্সড হয়ে নিজেরা হত্যাকান্ড চালায়। একজন ব্যাক্তি দুইবারের বেশি সরকার প্রধান হতে পারবে না। একজন ২ বারের বেশি এম পি হতে পারবে না। এরকম রুলস করলে দেশে দুর্নীতি, স্বৈরাচার রোধ করা সহজ হবে আশা করি।