Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 11/08/2024, 16:11:44 UTC
কাট
আপনার এই পোস্টটি পড়ার পর আর একটা লাইনও লেখার মত নেই। তবে আমি একটা ঘটনা শেয়ার করবে এখানে। আমার দেখা একটি ঘটনা যেখানে একটি বড় ওয়াজ মাহফিলে তারেক মনোয়ার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছে। খুব জোর হলেও ২ মিনিট বক্তব্য চলার পর দুজন আমার বয়সী ৩৩ কিংবা ৩৪ বছর বয়স হবে মঞ্চে উঠে কোন কথা না বলেই সরাসরি মাইক অফ করে দিল। চারদিকে হৈচৈ করে গেল মাত্র দুজন লোক ও দুজন পুলিশ পুরো মাহফিলটা বন্ধ করে দিল। ওই যে দুজন লোক তাদের কথা কি বলবো ওদের উপমা দেওয়ার মত কোন শব্দ আমার ভান্ডারে নেই এবং সাথে ওই কুলাঙ্গার দুটো পুলিশ ছিল তারা ঠিক এই বলে ওয়াজটা বন্ধ করে দিল যে এখানে জামাত-শিবির ও বিএনপি মানুষেরা আক্রমণ করে সাধারণ জনতার উপর ক্ষতি করতে পারে। মাহফিল পরিচালনা কর্তৃপক্ষ তাদের পা পর্যন্ত ধরতে গেল কিন্তু কোন কাজ হলো না। তাদের একটি কথাই উপর থেকে অর্ডার আসছে আমরা কিছুই করতে পারবো না। সেদিন তারেক মনোয়ার সাহেব ঠিক এ কথাই বলেছিলেন যে বাবা আধা ঘন্টা শুধুমাত্র কুরআন ও হাদিসের উপর কয়েকটা কথা বলবে একটু সময় দিতে পারবেন ঠিক এভাবেই ওই দুজন ও দুটো পুলিশ জবাব দিয়েছিল রাখেন আপনার কুরআন ও হাদিসের কথা ওয়াজ বন্ধ হবে তো হবে।
তো উপর মহলের কথা যদি অমান্য করে তাহলে অন্যরকম কিছু হতে পারে। আমি ঐদিন পুলিশ ও উপমা না দেওয়া ছাত্রলীগের কর্মীদের এরকম হুমকি দেখে মনে মনে বলেছিলাম যারা বাংলার জমিনে এরকম আল্লাহর কথা ও হক কথা বলতে নিষেধ তাদের মধ্যে কোন আল্লাহভীতি নেই।