https://www.youtube.com/shorts/0O1iRdo0gIoLevel ই আলাদা ...এনাকেই আগামী পাঁচ বছর রেখে দেওয়া যায় না? জাতির অর্থনৈতিক মেরুদন্ডটা শক্তিশালী করে দিতেন...
...By the way, Bitcoin aka Crypto নিয়ে ওনার opinion কারো জানা আছে কি?
আরে ভাই আপনি বাইচ্চা আছেন?

যাইহোক আমার নিজের কাল্পনিক জগত থেকে মাঝেমধ্যে মনে হয় এই ডঃ ইউনুস কে যদি ৮৪ বয়স থেকে ৭৪ বয়সে নিয়ে আসা যেত। আর এই দিকে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে একটু বেশি দিন যাবত ক্ষমতায় থাকতে হবে না হলে দেশ এর সিস্টেম যেমন ছিল তেমনই রয়ে যাবে, শুধু পরিবর্তন হবে লোকগুলো বিষয়টা অনেকটা এমন হবে চোর গিয়ে ডাকাত আসছে।
আর বিটকয়েন বা ক্রিপ্টো সম্পর্কে তার কোন নির্দিষ্ট বক্তব্য আমি খুঁজে পাইনি। সত্যি কথা বলতে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো এই জিনিসটাই আমি বেশি খোঁজ করেছি।
তবে আমি আশাবাদী আছি এই বিটকয়েন বা ক্রিপ্ত কারেন্সি লিগালাইজেশন নিয়ে যদি এই সরকার একটু দীর্ঘ সময় থাকে। কারণ আপনি যদি দেখেন বর্তমানে আইসিটি উপদেষ্টা হিসেবে রয়েছে সেগুলো তরুণ এবং তরুণদের মধ্যে অবশ্যই ক্রিপ্ত নিয়ে পজিটিভ চিন্তাভাবনা রয়েছে।
এখন দেখা যাক এই পজেটিভ চিন্তাভাবনাকে আমাদের প্রবীণ লোকেরা কিভাবে নেয়। এর আগে তো পলক শুধু নাটক করেছে এবং কারণ হিসেবে দেখিয়েছে বাংলাদেশে ব্যাংক এর কোন কর্মকর্তা এ বিষয়ে আলোচনার জন্য তার সাথে দেখা করেনি।