Dogs কয়েন bybit এ কখন লিস্ট হবে কেউ জানেন? জানাইলে উপকৃত হবো
Bybit, Gate.io, Bitget এর অফিসিয়াল এনাউন্সমেন্ট অনুযায়ী ২৩ তারিখ ট্রেডিং হবে তবে Binance Launchpool এর পর ট্রেড ওপেন করবে ২৬ তারিখ। তাই এখনো গেরান্টি দিয়ে বলা যাচ্ছে না যে bybit ২৩ তারিখেই Trading open করবে। তারাও আবার তারিখ পরিবর্তন করতে পারেন যেহেতু Binance সিদ্ধান্ত নিয়েছে যে তারা 26 তারিখে ট্রেড চালু করবে।
২৬ তারিখে ট্রেড ওপেন করার আরেকটা অন্যতম কারন হতে পারে ২৬ আগস্ট হচ্ছে আন্তর্জাতিক Dogs Day তাই এই দিনে এটার ট্রেড একসাথে প্রত্যেকটা এক্সচেঞ্জে লিস্ট করার সিদ্ধান্ত হতে পারে। তবে আমি শিওর নই।