Dogs কয়েন bybit এ কখন লিস্ট হবে কেউ জানেন? জানাইলে উপকৃত হবো
Bybit সহ ডজনখানেক এক্সচেঞ্জে একযোগে ট্রেডিং শুরু হবে তবে বাইনান্স যদি পিছিয়ে দিতে বলে তাহলে তারা অবশ্যই দিয়ে দেবে। এর আগের ডেট ছিল ২১ তারিখে ট্রেডিং শুরু হবে কিন্তু কি কারণে দুদিন পিছিয়ে দেওয়া হলো এটা বলতে পারবো না। তবে যেহেতু বাইনান্স এই কয়েনটির একটি বড় হোল্ডার তাই অবশ্যই এই বড় হোল্ডারদের এনাউন্সমেন্ট অবশ্যই ফলো করবে। তাহলে খুব সম্ভবত বাইনাস যে ডেট দেয় সে ডেটে এক্সচেঞ্জ শুরু হবে।