Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 22/08/2024, 09:00:05 UTC
⭐ Merited by HelliumZ (1)
বন্যার কারণে বেশ কয়েকটি জেলার অবস্থা খুবই খারাপ আমরা দুই- একদিন ধরে দেখতে পাচ্ছি, এটি আরো অবনতির দিকে যাচ্ছে।  আমি এখানে ভারতের পক্ষে কোন কথা বলছি না, ভারতীয় অতি বৃষ্টির কারণে বন্যা হয়েছে ঠিক আছে  মেনে নিলাম কিন্তু তাদের উচিত ছিল রাতের অন্ধকারে সুইচগেট না ছেড়ে দিয়ে তারা অন্তত 4 থেকে  পাঁচ ঘন্টা  সময় দিতে পারতো যাতে নিরাপদে মানুষ আশ্রয় যেতে পারে। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি  একটি রাজনীতি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে মোদি সরকারের হস্তক্ষেপ থাকতে পারে অনেকেই মনে করছেন এবং এটা হতেও পারে অস্বাভাবিক কিছু নয়।
বর্তমানে পরিস্থিতিতে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলার  বন্যার পানি  ভয়াবহ আকার ধারণ করছে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন  আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন।
এই বাংলা ফোরামের সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মধ্য থেকে কেউ একজন উদ্যোগ নেন যাতে আমরা  তহবিল গঠন করে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের মাঝে সহায়তা দিতে পারি। বাংলাদেশ নতুন সরকার গঠন হয়েছে, তাদের উপরে অনেকটা চাপ যাচ্ছে বিগত সরকারের লুটপাটের কারণে। আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের নিজেদের দেশের  অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। @ Crypto Library, @Learn Bitcoin ভাইকে  বাংলা লোকাল বোর্ডে সব সময় সক্রিয় থাকতে দেখি  আপনাদের থেকে কেউ বা আরো মেম্বার রয়েছেন তাদের মধ্য থেকে কেউ যদি অসহায় বন্যার্তদের মাঝে সহযোগিতার জন্য উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় বোর্ডের সদস্যদের সবাই একমত হবেন।