Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 23/08/2024, 09:57:50 UTC
বন্যার  অবস্থা ভয়াবহ ফেনী সহ বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় রেড এলার্ট জারি করা হয়েছে। এমনকি প্রশিক্ষিত লোকজন  ছাড়া রেড এলার্ট জারি করা বা বন্যা প্লাবিত এলাকায়  সাধারণ মানুষদের উদ্ধার কাজে কাজে যেতে মানা করা হয়েছে। এমনকি ইতিমধ্যে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বেশ কয়েকজন  মারা গিয়েছে এবং অনেকের নিখোঁজের সংবাদ পাওয়া যাচ্ছে।
Quote
ভাই আমরা ফান্ডিং নিয়ে আসলে কিছুই করতে পারবো না। আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কোথায় যাবো? ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন। https://assunnahfoundation.org/donate/flood
আপনার সাথে আমি একমত কারণ এখানে আমরা কমিউনিটি এর যে কয়েকজন মানুষ রয়েছে এদের টাকায় খুব একটা বেশি লাভ হবে না, তবে আমি ভাবতেছি আমরা যদি গ্লোবাল বোর্ডে একটা টপিক খুলি ডোনেশন এর জন্য এবং লোকাল কোন ভলেন্টিয়ার গ্রুপ বা সুন্নাহ ফাউন্ডেশনকে সরাসরি ডোনেশন থেকে আসা ফান্ড দিয়ে দেই তাহলে কেমন হয়?
Quote

আপনাদের কথাও  ঠিক আছে খুব কম সংখ্যক লোক বাংলা ফোরামে  সক্রিয় থাকে, এত কম সংখ্যক লোক নিয়ে ফান্ডিং করা আসলে একটু কঠিন ব্যাপার। আস সুন্নাহ ফাউন্ডেশনের বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে বন্যার্তদের সাহায্যের জন্য এই ফাউন্ডেশনে ডোনেট করা যায়। যদি ফোরাম থেকে ফান্ডিংয়ের কোন ব্যবস্থা গ্রহণ না করা যায় বা গঠন না করা যায় তাহলে আস সুন্নাহ ফাউন্ডেশনে বা বিভিন্ন সংস্থা রয়েছে যেখানে আপনার বিশ্বস্ত মনে হয় আপনারা বন্যাপ্লাবিত  এলাকার লোকদের জন্য ডোনেশন দিতেএগিয়ে আসুন।
ডোনেশন যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা বলা ঠিক হবে কিনা আমি জানিনা তবে বাংলা ফোরামের অনেক লোক  আছেন যারা  সিগনেচার ক্যাম্পেইনের সাথে জড়িত, বিভিন্ন রুলস এর কারণে হয়তো তারা বাংলা ফোরামের সক্রিয় নয়। তবে তারা হয়তো আমাদের অনেকেরই পরিচিত বা অনেকের সাথে ব্যক্তিগতভাবে  যোগাযোগ থাকতে পারে। আমি বলতে চাচ্ছি যে যারা সিগনেচার ক্যাম্পেইন করেন তারা প্রতি সপ্তাহে একটি অ্যামাউন্ট পান, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা আপনাদের একটি সপ্তাহের অর্থ যদি বন্যার্তদের মাঝে ডোনেশন করতে চান হলে আমার মনে হয় ভালো একটি পরিমাণ দিয়ে আমরা বন্যার্তদের মাঝে সহযোগিতা করতে পারবো।
আমি ফান্ডিং নিয়ে বেশ কয়েকটি থ্রেড পরিদর্শন করেছি, একটি পোস্টে গিয়ে দেখতে পেলাম বাংলা ফোরামের অনেকেই ইউক্রেনে যুদ্ধে আক্রান্তদের জন্য ভালো পরিমাণ ডোনেশন দিয়েছেন। আশা করছি নিজের দেশের মানুষের জীবন রক্ষার জন্য বাংলা ফোরামের সকলেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন।