Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 25/08/2024, 09:56:07 UTC
বাংলাদেশে গত দুই মাস ধরে অনেক কিছুই ঘটেছে বিশেষ করে ছাত্র আন্দোলন, বর্তমানে বন্যা পরিস্থিতি চলমান অবস্থায় দেশের মানুষ অনেকটাই অস্বস্তিতে আছে। তবে এই অস্বস্তির মাঝেও একটি আনন্দ সংবাদ, আরো একটি বিজয়ের সংবাদ। বাংলাদেশ বনাম পাকিস্তানের চলমান সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে ৪৪৮ রান নেয় ৬  উইকেটের বিনিময়ে এবং তারা ইনিংস  ঘোষণা করেন। আমি প্রথমে ভেবেছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের মাঠে এই টেস্ট ম্যাচটি পরাজিত হবে। কিন্তু না বাংলাদেশ প্রথম ইনিংসে  দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে করেন বিশেষ করে মুশফিকের ১৯১ রানের ইনিংসটি বাংলাদেশের  দলের  সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা রেখেছে এছাড়াও অন্যান্য খেলারা ভালো পারফরম্যান্স করেছে বলেই বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং পারফরমেন্স ছিল অসাধারণ বিশেষ করে সাকিব এবং মেহেদী মিরাজের বোলিং স্পেলের  উইকেট গুলো, যার জন্য পাকিস্তান বাংলাদেশকে মাত্র ৩০ রানের টার্গেট দেয়। বাংলাদেশ খুব সহজেই পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে প্রথম টেস্ট জয়লাভ করে ইতিহাস রচিত করেন।

 অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!  বাংলাদেশ ক্রিকেট দলকে