Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 25/08/2024, 21:24:07 UTC
টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে।


আজকাল যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ফেসবুক, টুইটার, instagram, youtube, whatsapp এগুলোর পরে টেলিগ্রাম অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আমাদের কেউ হয়তো প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিশেষ করে এয়ার ড্রপ, বাঊনটি করার কাজেও টেলিগ্রাম ব্যবহার করতে হয়। তাছাড়া অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও এই অ্যাপটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি।

টেলিগ্রামের নির্বাহী পরিচালককে ফ্রান্সের বিমানবন্দরে ফরাসি পুলিশরা তার প্রাইভেট জেট লে বার্গেট বিমানবন্দরে অবতরণ করার পর তাকে সেখান থেকে গ্রেফতার করে। কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এখনো নির্দিষ্ট নয় তবে সেখানকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে পাভেল দুরভ মেসেজিং অ্যাপ এর সাথে সম্পর্কিত অপরাধের জন্য তার নামে ওয়ারেন্ট ছিল যার জন্য তাকে ফরাসি পুলিশরা গ্রেফতার করেছে। prothomalo

অবাক করা বিষয় হচ্ছে কি তার বিষয়ে যে সব  অ্যালিগেশন রয়েছে তার বেশিরভাগই ফেসবুক বা মেটা এর ফাউন্ডার মার্ক জুকারবার্গ এর বিরুদ্ধেও রয়েছে।
কিন্তু ইউরোপ আমেরিকা এর  দ্বিচারিতা আমি বুঝলাম না তারা শুধু পাভেল দুরভ কেই এরেস্ট করল।
বেচারা দুরভ প্রাথমিক দিকে নিজের দেশ রাশিয়া থেকে বিতাড়িত হলো আই মিন পলায়ন করল জীবন বাঁচানোর জন্য কারণ রাশিয়ান সরকার ডাটা চেয়েছিল। পরবর্তীতে মিডিল ইস্ট এ গিয়ে রইল আর এবার  ফ্রান্সে গিয়ে আটক হল। ট্রাজেটিক জীবন।
দুঃখের বিষয় হচ্ছে গিয়ে ক্রিপ্টো মার্কেটে টেলিগ্রাম এর অফিসিয়াল কয়েন টন ১৩% এর বেশি ডাম্প করেছে। এয়ার ড্রপ এর হাইপ গুলো কেমন থাকবে এখন এটা দেখার বিষয়।