Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 26/08/2024, 07:51:13 UTC
Quote
happy dog day
আজকে ইন্টারন্যাশনাল dog day। যারা কুকুর পুষে থাকেন তারা আজকে ডগ ডে পালন করবে। আমাদের বাংলাদেশ এরকম ডক ডে মনে হয় না কেউ পালন করবে।
আমি যদি ভুল না করি আন্তর্জাতিক কুকুর দিবস ২০০৪ থেকে শুরু হয়। আজকের এই দিনে শেল্টি নামের কুকুরকে পশুর আশ্রয় কেন্দ্র থেকে নিয়ে একটি পরিবার দত্তক নিয়েছিল। তাই আজকের ২৬ আগস্ট দিনটিকে ডগ ডে হিসেবে পালন করা হয়। বর্তমান যুগে  মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু কুকুরকে বিশ্বাস করা যায়, আমরা সবাই জানি মালিকের জন্যে জীবনও বিলিয়ে দিতে পারে এই প্রাণীটি। এসব কারণেই হয়তো কুকুরের প্রতি অনেক মানুষের ভালোবাসা রয়েছে।  বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে হয়তো ডগ ডে পালন হবে কিন্তু বাংলাদেশে ডগ ডে পালন হবে কিনা আমি জানিনা তবে ডক ডে হিসেবে একটি বার্তা বলতে চাই আমাদের দেশে কুকুরকে রাস্তা ঘাটে  অকারণে অনেকেই অযথা প্রহার করে, আমি চাই এ ধরণের অভ্যাস সবারই প্রতিকার করা উচিত এবং কুকুর সহ সকল  প্রাণীদের প্রতি সকলের ভালোবাসা দেখানো উচিত।


আজকে আমাদের হিন্দুধর্মাবলী ভাইদের আরো একটি উৎসব পালিত হচ্ছে জন্মাষ্টমী। প্রতি বছরই তাদের দেবতা শ্রীকৃষ্ণের সম্মানার্থে অত্যন্ত আনন্দের সাথে জন্মাষ্টমী উৎসব আয়োজন করে থাকেন। হিন্দু ধর্মাবলীর ভাইয়েরা শ্রীকৃষ্ণ জন্মদিনে তারা সারাদিন উপবাস থাকেন এবং মধ্যরাতে জন্মদিন পালন করেন।

আমাদের দেশের সকল হিন্দু ধর্মাবলীর ভাইদের জন্মাষ্টমীর শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী!