Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 26/08/2024, 13:18:24 UTC

ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম, বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম অবশেষে Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।

আসলে ফ্রিতে আমরা বেশ ভালোই প্রফিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে কোন কাজ করা লাগে নাই, শুধু লগিন করতে হয়েছে। অনেকেই হয়তো আরও বেশি আশা করেছিলেন, ফ্রি তে যা পেয়েছি কমকিন্তু নয়। যারা হোল্ড করবে তারা হয়তো কিছুটা বেশি দামে সেল করতে পারবেন। তবে ঝুঁকিপুর্ন হবে, যার যার নিজ দায়িত্বে টোকেন হোল্ড করতে পারেন। কে কত প্রফিট করলেন?