সবাই কেমন আছেন?
আমি দুই দিন ধরে শুধু মোবাইলে ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে লিটল মাউস ভাই এবং তার পরিবার সেইফ আছে যেটা অলরেডি ক্রিপ্টো লাইব্রেরী ভাই এখানে শেয়ার করেছেন। আমি পুরো রাস্তা যেতে পারিনি। তার আগেই উনি কোনো ভাবে মোবাইল চার্জ করে আমাকে মেসেজ করেছেন। উনি ফোরামেও লগইন করেছিলেন, কিন্তু যেহেতু ওনার ইনটারনেট অনেক দূর্বল এজন্য হয়তো কোনো পোষ্ট করতে পারেনি। যাই হোক, দেশের ১১ টা জেলা বন্যায় আক্রান্ত, কিছু কিছু জেলা তে ত্রান গেলেও, একদম ভেতরের সাইডগুলোতে মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। বাড়ির ছাদ ডুবে গেছে মানুষের। ৫-৬ দিন ধরে মানুষ না খেয়ে আছে। অনেক মানুষের ঘর বন্যা ভাসিয়ে নিয়ে গেছে। বন্যা পরবর্তী একটা ফান্ড কালেক্ট করে অন্তত কয়েকজন মানুষের ঘর করে দিতে পারলে ভালো হতো। আপনারা কি ডোনেট করতে ইচ্ছুক?