সবাই কেমন আছেন?
আমি দুই দিন ধরে শুধু মোবাইলে ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে লিটল মাউস ভাই এবং তার পরিবার সেইফ আছে যেটা অলরেডি ক্রিপ্টো লাইব্রেরী ভাই এখানে শেয়ার করেছেন। আমি পুরো রাস্তা যেতে পারিনি। তার আগেই উনি কোনো ভাবে মোবাইল চার্জ করে আমাকে মেসেজ করেছেন। উনি ফোরামেও লগইন করেছিলেন, কিন্তু যেহেতু ওনার ইনটারনেট অনেক দূর্বল এজন্য হয়তো কোনো পোষ্ট করতে পারেনি। যাই হোক, দেশের ১১ টা জেলা বন্যায় আক্রান্ত, কিছু কিছু জেলা তে ত্রান গেলেও, একদম ভেতরের সাইডগুলোতে মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। বাড়ির ছাদ ডুবে গেছে মানুষের। ৫-৬ দিন ধরে মানুষ না খেয়ে আছে। অনেক মানুষের ঘর বন্যা ভাসিয়ে নিয়ে গেছে। বন্যা পরবর্তী একটা ফান্ড কালেক্ট করে অন্তত কয়েকজন মানুষের ঘর করে দিতে পারলে ভালো হতো। আপনারা কি ডোনেট করতে ইচ্ছুক?
যাইহোক শুনে ভালো লাগলো যে LM ভাই এবং তার পরিবার সহ সবাই ভালো আছেন। দেশের বন্যা পরিস্থিতি এখনো অনেক খারাপ অবস্থাতেই আছে এগুলো দেখে বিভিন্ন দেশও সাহায্যের হাত হাড়াচ্ছে আশা করা যায় এই সমস্যা কাটিয়ে উঠতে আর খুব বেশিদিন লাগবে না।
ফেনী, কুমিল্লা এখন রীতিমতো অনেকের পিকনিক স্পট হয়ে গেছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন যারা কন্টেন্ট এর জন্য সেখানে বেড়াতে যাচ্ছে এদের জন্য সেখানে অনেক মানুষের ঢল থাকায় বাড়তি নৌকা ভারা সহ আরো কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে যারা সত্যিকার অর্থে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাড়াতে গেছেন।
আমি
আস-সুন্নাহ ফাউন্ডেশন এ আমার সামর্থ্য অনুযায়ী ডোনেট করে যাচ্ছি তবে যদি আমাদের এই btt ফোরামের বাংলা কমিউনিটি থেকে কেউ এমন খবর জেনে থাকে যে কোনো যায়গায় মানুষ ত্রান পাচ্ছে না অনেক কষ্টে দিন পাড় করছেন এবং সেখানে ত্রান নিয়ে যেতে চায় তাহলে আমি এখানেও ডোনেট করবো সমস্যা নেই।