Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Imagine
on 26/08/2024, 18:13:08 UTC
প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা সময় পার করতেছি যেটা বলার বাহিরে। এখানে কি বন্যা কবলিত অঞ্চলের কেউ আছেন? ফেনীর কী অবস্থা এখন কেউ জানেন? আজকে নাকি আবার কাপ্তাই বাদ খুলে দিয়েছে এখন উত্তর অঞ্চলে বন্যা দেখা দিবে। আল্লাহ্ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুক।

আচ্ছা আমাকে কেউ সাহায্য করবেন যদি পারেন একটা বিষয়ে। আমার Telegram একাউন্টটি পারসোনাল নাম্বার দিয়ে খোলা আমার ফোনে ব্যবহার করি। অনেকদিন আগে আমার একটা বন্ধু ফোনে (Log In) করছিলাম কিন্তু পরে (log out) করে দিয়েছিলাম। এখন এমন হইছে তারফোনের ডায়াল কলে যাদের যাদের নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা এবং ব্যবহার করে তাদের সকল টেলিগ্রাম একাউন্ট আমার টায় সো করে। এটা নিয়ে কি কোন সমস্যা হবে কিনা? এবং আমরা ফোন দিয়ে যদি Unknown নাম্বারে যদি কোন সময় কল দেই তখনো দেখি সে নাম্বারের টেলিগ্রাম আসে আমার  Telegram এ। এই বিষয়টা আমার খুবই বিরক্ত লাগে। আজকে এগুলো বন্ধ করা যায় কিভাবে এটা নিয়ে YouTube এ টিউটোরিয়াল খুজলাম প্রোপার গাইড লাইন পেলাম না। আপনারা যদি কেউ জানেন টেলিগ্রামের এটা কিভাবে বন্ধ করা যায় তাহলে জানাবেন বা একটু বলে দিবেন বাঙালি ভাইয়েরা। আশা করি আমার উওর পাবো আপনাদের কাছে।