Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 28/08/2024, 03:38:42 UTC
রাশিয়ার পুতিন দেখলাম তার মুক্তির জন্য জোর সুপারিশ করেছে একটা বিষয় বুঝলাম না এরকম একটা রত্ন কে কিভাবে একটি দেশ বিতাড়িত করতে পারে। আমার মনে হয় অন্যরকম একটি রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে এখানে।
এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি তার অপরাধ মূলক কার্যক্রমের জন্য গ্রেপ্তার করা হয়েছে। টেলিগ্রামের সিও পাভেল দুরভকে ফরাসি পুলিশরা গ্রেপ্তার করার পর উল্লেখ করা হয়েছিল যে তার প্লাটফর্মে শিশুপর্ণো, ড্রাগস তথা মাদক এবং মানিলন্ডারিং এর জন্য অভিযোগ রয়েছে। যার জন্য সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেও অবশেষে তাকে ফ্রান্সে থেকে গ্রেপ্তার করা হয়।